খুলনায় শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদানের মাধ্যমে যাত্রা শুরু করেছেন শাতাধিক নেতাকর্মী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বসুপাড়া কবরস্থানে শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারতের মাধ্যমে তারা তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।
যোগদানকৃত শতাধিক নেতাকর্মীর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ব্যবসায়ী ও সাবেক বিএনপি নেতা এস এম আরিফুর রহমান মিঠু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি, এ্যাড. মাফতুন আহমেদ, ব্যাবসায়ী শেখ তারেক, ডা. রিজাওয়ান আহমেদ, হাসানুর রহমান, টিটু কাজী, মোঃ মনির হোসেন, শহিদুল ইসলাম বাবু, জসীম খান, মুসা খান, নয়ন চৌধুরী, আব্দুর রহিম, মো:ইব্রাহিম, আলীম গাজী, মামুন হোসেন, রিপন ইসলাম, রুমি রহমান, এসকে তামান্না, শামিম, আর এস হৃদয়, সানজিদা আফরিন আখি, মো মাসুদুর রহমান, মো নাহিদ ইসলাম, আরাফাত আজিম, কাউসার আলী শামীমসহ আরো কয়েকশ' নেতাকর্মী।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, শহীদী তামান্না বুকে ধারণ করে জুলাই অভ্যুত্থানে শহীদ সাকিব রায়হানের মতো হাজারও তরুন যে আশা আকাঙ্খার নতুন বাংলাদেশ বিনির্মানের লক্ষে জীবন বিলিয়ে দিয়েছে তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে আজ থেকে আমরা নিজেদের উৎসর্গ করলাম।
তিনি আরো বলেন, খুলনার পথপ্রান্তরজুড়ে আমরা এনসিপির বার্তা নিয়ে ছুটবো। খুলনার প্রতিটি ঘরে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তো নিশ্চিতে এনসিপির বার্তা পৌঁছে দিবো। এনসিপির হাত ধরেই রচিত হবে এজনপদের মানুষের মুক্তির গল্প। শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারতের মধ্য দিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে এনসিপি’র কার্যক্রম শুরু করলাম। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সাবেক আমলাসহ শতাধিক মানুষ আজ এনসিপিতে যুক্ত হয়েছেন৷
Comments
Post a Comment