sayeed

জাতিসংঘ পার্কে ছুরিকাঘাত পলাশ নিলেন চির বিদায়

পরিবারে চলছে শোকের মাতম

প্রাণের খুলনা প্রতিবেদক :

গতকাল রবিবার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত মো: পলাশ (১৮) আজ সকাল ৮টায় মৃত্যুর কোলে ঢোলে পড়ে। বিষয়টি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ নিশ্চিত করেন। খুলনার জাতিসংঘ পার্কে চলমান ঈদ মেলায় গতকাল রোববার (৬ এপ্রিল) ৯ টায় এ ঘটনাটি ঘটে ।


আহত যুবক খুলনা সদরের মতলবের মোড় এলাকার মো. আব্দুল হামিদ খান এর
ছেলে।


বর্তমানে মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে এবং খুলনা সদর থানায় উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানা যায়।


স্থানীরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ঈদ মেলায় রেলগাড়ি খেলার কাছে মো. পলাশের পেটের মাঝখানে, বুকের ডান সাইডে ছুরিকাঘাত করে আহত করে সন্ত্রাসীরা ।

ভিডিও দেখতে এখানে ক্লিক করেন 
খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সনোয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাশ স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য। তার নিজস্ব একটি দল রয়েছে। শনিবার রাতে মেলার ভেতরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র পলাশের গ্যাংয়ের সাথে পতিপক্ষ গ্রুপের সাথে বিরোধ বাধে। যে ঘটনার জের ধরে রোববার রাতে মেলার অভ্যন্তরে ময়লাপোতার ফাহিম (১৯) নামে জনৈক যুবক প্রেমঘটিত ব্যক্তিগত আক্রোশে তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে পলাশের পেট থেকে ভুড়ি বের হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। বর্তমানে পলাশের অপারেশনের কার্যক্রম চলছে। এ ঘটনার সাথে জাড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ