sayeed

দৌলতপুরে যৌথবাহিনীর অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, জুয়ার সরঞ্জামসহ নগদ সাড়ে ৩ লাখ টাকা উদ্ধার



দৈনিক প্রাণের খুলনা প্রতিবেদক :

মহানগরীর দৌলতপুরে যৌথবাহিনীর অভিযানে ৭ জুয়াড়িকে জুয়া খেলার সময় হাতে-নাতে গ্রেফতার করে। গতকাল রবিবার (৬ মার্চ) সন্ধ্যায় খুলনা মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনী নগরীর দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়ায় এ অভিযান পরিচালনা করে। এ সময় জুয়ার খেলার সরঞ্জামসহ নগদ ৩লাখ ৫৬ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত ৭ জায়াড়িরা হলো- ফুলতলা বাজারের মৃত মান্নান শেখের পুত্র স্বাধীন শেখ ওরফে কাশেম শেখ (২৬), খুলনা সদর থানার নগরীর পূর্ব বানিয়াখামারের মৃত শেখ সামসুর রহমানের পুত্র আনোয়ার হোসেন ওরফে আনু (৪২), একই থানার নিক্সন মার্কেটের  মৃত রাজা মুন্সির পুত্র খান্ঝ মুন্সী (৩৮), নড়াইল জেলার কালিয়া থানার খড়োলিয়া গ্রামের মৃত বিসারত বিশ্বাসের পুত্র জাকির হোসেন (৪৮), দিঘলিয়া থানার চন্দনী মহল গাজীপাড়ার মোঃ ইস্রাইল গাজীর পুত্র পলাশ গাজী (৩৫), বয়রা বাজারের মৃত শেখ শের আলীর পুত্র শেখ আবু তালেব (৩৬) এবং দৌলতপুর থানার মহেশ্বরপাশার মৃত ইসমাইল গাজীর পুত্র শাহ আলম গাজী (৫২)।


অভিযানে নের্তৃত্বদানকারী এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার নগরীর দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া মান্নান শেয়ালীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুয়া খেলার সময় হাতে-নাতে ৭ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট হতে জুয়া খেলায় ব্যবহৃত ৪৯ সেট প্লেয়িং কার্ড (তাস) এবং নগদ ৩ লক্ষ ৫৬ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ