সম্পূর্ণ রাজনীতিমুক্ত স্বেচ্ছাসেবী সংগঠন 'দ্যা রেড জুলাই' টিমের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে খুলনা জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) দ্যা রেড জুলাই এর কেন্দ্রীয় আহবায়ক শাহরিয়ার রহমান সাদ ও সদস্য সচিব মোঃ সজিব হোসাইন স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে এই কমিটির নাম প্রকাশিত হয়।
আব্দুল্লাহ আল শাফিলকে আহবায়ক এবং মোঃ ফজলে রাব্বিকে সদস্য সচিব করে ১৬২ সদস্য বিশিষ্ট খুলনা জেলা কমিটির নাম প্রকাশ করা হয়। এই কমিটির মেয়াদ আগামী ৬ মাস পর্যন্ত। ৬ মাস পার হওয়ার পর সদস্য সংখ্যা বর্ধিত করে পুনরায় কমিটি ঘোষণা করা হবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, যথাক্রমে যুগ্ম আহবায়ক হাসান মামুর, সুমাইয়া সুলতানা, আখি রায়, ফয়সাল কবির, আব্দুল্লাহ আল জুবায়ের, মোঃ হাবিবুর রহমান, গোলাম কিবরিয়া, মোঃ নাহিদ ইসলাম, সানজিদা আফরিন আঁখি, আফসানা আক্তার মিম, মোঃ তানভীর ইসলাম নাফিজ, বুখারি সিকদার, অনুপ দাস, সাব্বির হাওলাদার, তাওহিদুল ইসলাম আকাশ, মোঃ ইয়াসিন মল্লিক, সাবিহা আক্তার রেশমী, আরাফাত, নাঈম, নন্দিনী, আফসানা সুলতানা, সুমাইয়া, হোসেন তানউইর তূর্য, সায়েম হোসেন আদর, মোঃ সিয়াম হোসাইন, মেহেদী তরফদার, সিফাতুল্লাহ আওয়াল, স্বপ্নীল ইসলাম ও ফাতেমা সুলতানা ভাবনা।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন ফাতেমা এ্যানি, যুগ্ম সদস্য সচিব যথাক্রমে মোঃ আব্দুল্লাহ রহমান শিশির, মোঃ হামিম তরফদার, ফাহমিদা তাসরিন, মোঃ শহিদুল ইসলাম রিয়াদ, সুমন হোসেন, মেহেদী হাসান, কাওসার স্বপ্ন, শিমুল সরদার, তাহসিন তাহমিদ, জাহিদুল ইসলাম, উম্মে হাবিবা, ইসরাত সুলতানা, সুমাইয়া রাখী মিম, তানভীর ইসলাম, আরমান, মোঃ হোসাইন আহমেদ সুমন, মোঃ আরাফাত হোসেন হাওলাদার, খালিদ শামস প্রান্ত ও সাদ্দাম হোসেন সাগর।
মুখপাত্র হয়েছেন মোসাঃ জাকিয়া আক্তার, সহ মুখপাত্র যথাক্রমে হাফসা খাতুন, আনিকা তাহসিন, জান্নাতুন নাইমা, সুরাইয়া ইয়াসমিন উর্মি, মোঃ ইব্রাহিম খলিল, তাসনুভা ঐশী, ফাতেমা খাতুন, সাদিয়া, ইসরাত জেরিন লামিয়া ও ফারহান ইসলাম টিপু।
মুখ্য সংগঠক মাসুদুর রহমান সোহাগ, সংগঠক আশরাফুল ইসলাম, তাসজিদ জামান সামিন, মোঃ শিহাবুর রহমান, সৈয়দ আকিবুর রহমান, মেহরাব হোসাইন, ফাহাদ হোসাইন, রাতুল হাওলাদার, ঐশি, নাজিয়া মাহজাবিন তাসফিয়া, শেখ জায়েদুল কারিব, রাব্বি ব্যাপারি, আবু সাকুরা, ফাইয়াজ হোসাইন, কামরুন্নাহার কেয়া, জান্নাতুন নাইম, সাইফুল শিবলি, সানিফা জাহান, কামরুজ্জামান পিয়াল, আফ্রন নূর, সুলতানা আক্তার, খালিদ ফয়সাল, সুমাইয়া আক্তার রিয়া, ইয়াসীন আরাফাত, মোঃ খালেদ আল মামুন, মিজানুর রহমান সুজন আকন, শেখ ইমতিয়াজ আহমেদ, সোহান মোল্লা, মোঃ ফাহাদ গাজী, সুমাইয়া রাখি মিম, এস এম মাশরাফি, আমিন নূর সরকারি, এস কে শাহরিয়ার হােসেন, তানভীর হোসাইন অনিক, মোঃ সিয়াম, মোঃ হৃদয়, সোহান, আরাফাত শেখ, রাকিবুল ইসলাম, আরাফাত শেখ, অপূর্ব হাসান তাজ, ফয়সাল হোসেন ফিরোজ, তামীম আহম্মেদ জিসান, সাদমান সুমিক নাঈম, আসাদুজ্জামান, মোঃ নাঈম খান, শাহরিয়ার ইসলাম, সোহেল হোসাইন, সৈয়দ তামিম হাসান, এ জি এম আনিসুজ্জামান, সেলিম সরদার, সুমন হোসেন, মিরাজ, সিফাত হাসান, শেখ ইমতিয়াজ আহমেদ, মিরাজুল ইসলাম, শেখ হাসিব আহমেদ, সপ্নিল ইসলাম, শাহজামাল রুমী ও মোঃ হাবিবুল ইসলাম জীবন।
সদস্যরা যথাক্রমে সানজিদ আহমেদ, মোঃ নাজিম শেখ, আল আমিন খান, সুমাইয়া আক্তার, সাবিহা বিনতে বর্ষা, মামুনুরা ইসলাম শান্তা, আব্দুল্লাহ আল মামুন, ফাতেমা তুজ জোহরা, আলামিন ইসলাম, মোঃ আব্দুর রহমান সরকার, অনিক, রাকিব হোসেন রনি, গাজী মনোয়ার হোসেন সজীব, আয়শা খাতুন, লাবনী, মোঃ মারুফ শিকদার, সুরাইয়া ইয়াসমিন উর্মি, মোঃ হিমেল, মোঃ রবিউল ইসলাম, আনিশা ইসলাম, তানভীর, মোঃ বায়েজিদ বোস্তামী, নাসিমা আক্তার, মেহেদী হাসান রাফি, আয়েশা আক্তার মিতু, মোঃ ইমরান, মোঃ মানিক হােসেন, শাহরিয়ার, মো: হাসান শেখ, আরিয়ান আফনান আমিন, তাওহিদুল ইসলাম তানিম, মোঃ আরাফাত হোসেন হাওলাদার, জেরিন আক্তার, লাবনী, সুমাইয়া, ফারজানা আক্তার, ইমরানা আন নাহার কাশপিয়া, মোঃ আকাশ ফরাজী ও উৎস পাল।
Comments
Post a Comment