প্রাণের খুলনা ডেস্ক
রাজধানীর হাজারীবাগের একটি ছাত্রী হোস্টেল থেকে উদ্ধার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাতারা রুমীর (৩০) মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে গত বুধবার (১৭ ডিসেম্বর) দিনগত রাতে নিজের ফেসবুক আইডিতে তিনি একটি আবেগঘন পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন- ইয়া আল্লাহ, হাদি ভাইকে আমাদের খুব দরকার।
জানা গেছে, ইনকিলাব মঞ্চের সমন্বয়ক ও জুলাই বিপ্লবের যোদ্ধা ওসমান হাদীকে গুলি করার ঘটনার পর তিনি এই পোস্টটি করেন। এর কয়েক ঘণ্টা পরেই বৃহস্পতিবার ভোরে জিগাতলা পুরাতন কাঁচাবাজার সংলগ্ন ‘জান্নাতি ছাত্রী হোস্টেল’-এর পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, জান্নাতারা রুমী নওগাঁ জেলার নাজিরপুর থানা এলাকার মো. জাকির হোসেনের মেয়ে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ইতিপূর্বে তার দুবার বিয়ে হয়েছিল এবং দুটি সংসারই বিচ্ছেদে রূপ নেয়। তিনি বর্তমানে পড়াশোনার সাথে যুক্ত ছিলেন না এবং এনসিপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে শোনা যাচ্ছে। তবে বিষয়টি আরও বিস্তারিতভাবে খতিয়ে দেখছে পুলিশ।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা এটি আত্মহত্যা হতে পারে, তবে নেপথ্যে কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখতে হাজারীবাগ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
Comments
Post a Comment