sayeed

গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

 


পিকে ডেস্ক :

গাজিপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গরুবাহী ট্রাক খাঁদে পরে যায়। এলাকার ও আশে-পাশের মানুষ গরুগুলো উদ্ধার করতে ব্যস্ত হয়ে পরেছে।

গরুবাহী ট্রাকে ১০ থেকে ১২ টি গরু ছিলো। গাজিপুরে হাটের উদ্ধেশ্যে ছেড়ে যাওয়া ট্রাক হঠাৎ চালকের গাফিলতির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়।

ট্রাকের ২ থেকে ৩ টি গরু মারা যায়। ট্রাকে চাপা পরে, খাদে পানি থাকার কারণে আর সময় মত উদ্ধার না করতে পারায় ২ থেকে ৩ টি গরু মারা যায়। প্রেত্যেক গরুর দাম আনুমানিক ১ লক্ষ ১০ হাজার থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা দাম।

ট্রাকের চালক আহত না হলেও বাচাঁনো যায়নি গরু। বুধবার (৪ জুন) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

গরুগুলোকে গাজিপুরের শ্রীপুর হাটে নিয়ে যাওয়ার কথা ছিলো।

স্থানীয়দের চেষ্টায় দুই থেকে তিনটি গরু মারা গেলেও বাকিগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।

ট্রাকটি কে পরবর্তীতে উদ্ধারের কাজে ব্যবহৃত আরেকটি গাড়ির মাধ্যমে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ