sayeed

খুলনা ট্যাক্সেস আপীলাত ট্রাইবুনালের গণশুনানি



পিকে ডেস্ক

খুলনা ট্যাক্সেস আপীলাত ট্রাইবুনাল (দ্বৈত বেঞ্চ) কর্তৃক আয়োজিত গণশুনানি বৃহস্পতিবার (২১ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ট্রাইবুনালের বেঞ্চ সভাপতি মো: জাকির হোসেনের সভাপতিত্বে অপর বেঞ্চ সদস্য আবুল বাশার আকন্দ, খুলনা আপীল জোনের কর কমিশনার মো: সারোয়ার হোসেন, খুলনা কর অঞ্চলের কর কমিশনার শেখ মো: মনিরুজ্জামান এবং খুলনা বরিশালের প্রায় সকল কর আইনজীবী ও করদাতারা উপস্থিত ছিলেন। 



অনুষ্ঠানে করদাতাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ অনুযোগের বিষয়ে বিস্তারিত মন্তব্য ও শুনানি গ্রহণ করা হয়। 

বক্তাগনের শুনানি শেষে কর্তৃপক্ষ তা সংশোধনের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানটি কর আইনজীবী ও করদাতাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ