sayeed

বিভূর পর খুলনার সিনিয়র সাংবাদিক বুলুর আত্মহত্যা, মরদেহ মিললো রূপসা সেতুর পিলারে


পিকে রিপোর্ট

সিনিয়র সাংবাদিক বিভূ'র আত্মহত্যার পর এবার আত্মহত্যা করেছেন খুলনার সিনিয়র সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু। তারা দু'জনেই বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন। খুলনার এই সিনিয়র সাংবাদিকের লাশ রূপসা সেতুর ২নং পিলারের বেজমেন্ট থেকে উদ্ধার করেছে পুলিশ। 


রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে তার মুখমন্ডল বিকৃত লাশ উদ্ধার করে। এ সময় তার পরণে ছিল ব্লু প্যান্ট ও আকাশী টি-শার্ট।


গত ১৬ মে তিনি তার ফেসবুকে নিজের পারিবারিক সমস্যার কথা লিখেছিলেন। কিন্তু  দুর্ভাগ্য খুলনা সাংবাদিক নেতারা তার পাশে দাড়াইনি। জানিনা কি ভাবে মৃত্যু তা রহস্য জনক। বুলু ভাই মৃত্যুর আমাদের সবার জন্য দু:খজনক.।তার চেয়ে বেশি কষ্ট কর ফেসবুকে সমস্যা জানানোর কোন সাংবাদিক নেতা তার পাশে দাড়াইনি।


র‍্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মারুফ লাশের পরিচয় নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা মনে হচ্ছে। কারণ প্রত্যক্ষদর্শীদের ভাষ্রমতে তিনি স্বেচ্ছায় সেতুর ওপর থেকে ঝাঁপ দিয়েছেন।


লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীর ভেতরে হওয়ায় বিষয়টি নৌ-পুলিশকে জানান। নৌ-পুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, লাশ উদ্ধারের সময় বুলুর পরনে ছিল নীল গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত ছিল।


পিবিআই ও সিআইডি টিম মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের চেষ্টা করছে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ