পিকে ডেস্ক
আমার বুকের মানিকটাকে আমি এখনো খুঁজে পাইনি ' সারা বাংলাদেশের ভাই-বোনদের কাছে আমার অনুরোধ ' আমার মানিকটাকে খুঁজে পাওয়ার ব্যবস্থা করে দিন '- এমনিভাবে আকুল আবেদন জানিয়েছে নিখোজ ছাত্রের মা।
তিনি জানান, গত ১৮ আগস্ট বিকাল পাঁচটার সময় আম্মু আমি একটু ঘুরে আসি বলে বাসা থেকে বের হয়েছে। তারপর থেকে আর বাসায় ফেরেনি। তারপর গত ১৯ আগস্ট আনুমানিক দুপুর ১২টার দিকে একটা ফোন আসলে রিসিভ করলে আমার ছেলে বলে, আম্মু আমাকে বাঁচাও, আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে একটা অন্ধকার ঘরে আটকে রাখছে, আমাকে বাঁচাও আম্মু। তারপর থেকে আর কথা বলার কোন সুযোগ হয়নি, আমার মানিক এখন কেমন আছে জানিনা আল্লাহই ভালো জানেন।
আমার মানিকটা কে বাবা-মার কাছে ফিরে আসার ব্যবস্থা করে দিন। সকল ভাই-বোনদের কাছে অনুরোধ করছি।
তার কোনো খোজ পেলে তার ভাইয়ের ছেলে Abdullah Al Raji এর মোবাইল নাম্বারে 017313251510, 1780301081 যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।
Comments
Post a Comment