প্রাণের খুলনা রিপোর্ট :
ইজরায়েলের গণহত্যার প্রতিবাদে খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন বিএনপি নেতা শেখ দিদারুল ইসলাম দিদার (ইন্নালিল্লাহি...রাজিউন)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৫টার দিকে নগরীর শিববাড়ী মোড়ে অনুষ্ঠিত বিএনপির বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে। তিনি ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান।
বিএনপি নেতা শেখ দিদারুল হোসেন দিদারের আকষ্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ।
জানা যায়, ডুমুরিয়া থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সাথে ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার দলীয় কর্মসূচীতে এসেছিলেন। মঞ্চের ডান পাশে জনতার কাঁতারে থেকে নেতৃবৃন্দের বক্তৃতা শুনছিলেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়; সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শেখ দিদারুল হোসেন দিদারের মরহুমের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি’র সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু ও সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশীদ মিরাজ।
ইউপি চেয়ারম্যান ও খর্নিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ দিদারুল হোসেন দিদারের নামাজে জানাজা আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় রানাই মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
Comments
Post a Comment