sayeed

আজ দিঘলিয়া বিএনপির সম্মেলন

 দেড় যুগ অপেক্ষার অবসানে ৯ ওয়ার্ডে উৎসবের আমেজ



প্রাণের খুলনা ডেস্ক

দীর্ঘ ১৮ বছর পর আজ ৩০ এপ্রিল দিঘলিয়া ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এ সম্মেলনকে কেন্দ্র করে ইউনিয়নের নয়টি ওয়ার্ডে উৎসবের আমেজ তৈরি হয়েছে। দীর্ঘদিন ঝিমিয়ে থাকা তৃণমূল নেতা-কর্মী, সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।


আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা তিনটায় উপজেলা সদর চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। 


বিশেষ অতিথি থাকবেন সংগঠনের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। 


প্রধান বক্তার বক্তৃতা করবেন জেলা আহবায়ক মনিরুজ্জামান মন্টু।


সম্মেলন উদ্বোধন করবেন দিঘলিয়া উপজেলা আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু। 


সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডাক্তার হাফিজুর রহমান।


সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করবেন জেলা যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল।


তিনি বলেন, সম্মেলনের দ্বিতীয় পর্বে গোপন ভোটের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সাথে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রত্যাশিত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ইউনিয়নের নয়টি ওয়ার্ডের তৃণমূলের কর্মী-সমর্থক এবং কাউন্সিলর মিলে ৪৫৯ জন ভোটার ভোট প্রয়োগ করে তাদের নেতা নির্বাচন করবেন। মূল দুইটি পদের জন্য চারজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এদের মধ্যে সভাপতি পদে জাসেদ কবির জুয়েল। তার প্রতীক দোয়াত কলম, মোহাম্মদ আলীর প্রতীক আনারস। সাধারণ সম্পাদক পদে দু’জন প্রার্থী হলেন সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল-মামুন নিপু তার প্রতীক তালা চাবি, দিঘলিয়া সদর ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক খান মিজানুর রহমান বাবু তার প্রতীক মোরগ।


তৃণমূল কর্মীদের ভোটের আশায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা চষে বেড়িয়েছেন ইউনিয়নের নয়টি ওয়ার্ড।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ