খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নগরীর শান্তিধাম মোড়ে অবস্থিত হাসপাতালটির নিচ তলাযর গ্যারেজ রুমের জেনারেটর থেকে এ আগুন লাগে। প্রায় এক ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনাে হতাহতের খবর পাওয়া যায় নি।
হাসপাতালের সহকারী ক্যাশ অফিসার নেয়ামুল বারী হুজাইফা বলেন, গ্যারেজ রুমের জেনারেটর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালের কর্মীরা তাৎক্ষণিকভাবে অগ্নি নির্বাপক দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হননি।
এদিকে হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Comments
Post a Comment