গত রোববার (২০ এপ্রিল) নগরীর জিরো পয়েন্টে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেয়ায় খুলনা সিটি করপোরেশনের কঞ্জারভেন্সি অফিসার শামীমুর রহমান শামীমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (২১ এপ্রিল) দিনগত রাতে
সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতাকৃত শামীম লবণচরা থানার মোক্তার হোসেন সড়কের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) খুলনা সিটি করপোরেশনের এক অফিস আদেশে শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা যায়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারী চাকুরী বিধিমালা ১৯৯৩ এর ৪৪(৪) বিধি অনুসারে তাকে ওয়ারেন্ট ইন্সপেক্টর পদ থেকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হলো।
Comments
Post a Comment