খুলনা জেলার পাইকগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবসরপ্রাপ্ত (তৎকালীন বিডিআর) বিজিবি কর্মকর্তা আমজাদ হোসেন সরদার (৭০) এর করুণ মৃত্যু হয়।
মৃত আমজাদ হোসেন উপজেলার পুরাইকাটী গ্রামের মৃত মাদার সরদারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পরিবার জানান, আমজাদ হোসেন গতকাল রোববার (২০ এপ্রিল) বেলা ১১ টার দিকে বাড়ি থেকে ভ্যানযোগে গদাইপুর ইউনিয়ন পরিষদে যাচ্ছিল। গদাইপুর ফুটবল মাঠ পর্যন্ত পৌঁছানোর পর ভ্যানটি রাস্তা অতিক্রম করার সময় পিছন দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স সজোরে ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানের যাত্রী আমজাদ হোসেন রাস্তার উপর পড়ে গিয়ে মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭ টার দিকে তার করুন মৃত্যু হয়।
এ প্রসঙ্গে থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, মৃত বিজিবি কর্মকর্তার পরিবারের অনাপত্তিপত্র পেয়ে সেটা আমরা খুলনার সোনাডাঙ্গা থানায় প্রেরণ করি। এদিকে মৃতদেহ বিভিন্ন প্রক্রিয়া শেষে বিকালে মৃতদেহ বাড়িতে পৌঁছালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে বলে মরহুমের পরিবার জানিয়েছে।
Comments
Post a Comment