নোয়াখালীর হাতিয়া কমিউনিটি কলেজের অধ্যক্ষ মোঃ মামুনুর রশিদকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে একই কলেজের পিয়ন আফসার উদ্দিন। এছাড়াও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। কলেজের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জের হিসেবে অধ্যক্ষের ওপর এই হামলা হয়েছে বলে জানা যায়।
গতকাল সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং তার ভাঙ্গা হাতে প্লাস্টার করা হয়েছে।
ঘটনার পর থেকে পিয়ন আফসার উদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
অধ্যক্ষ অভিযোগ করে বলেন, আমি দীর্ঘদিন ধরে এ কলেজে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু একটি পক্ষ আমার বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করছে এবং নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২১ এপ্রিল) আজমরা বাজার মসজিদে ওজু করতে গেলে কলেজের পিয়ন আফসার উদ্দিন অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে আমি মামলা করার প্রস্তুতি নিচ্ছি এবং প্রশাসনের কাছে সুবিচার দাবি করছি।
এ বিষয়ে অভিযুক্ত পিয়ন পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খোরশেদ আলম জানান, কলেজের চতুর্থ শ্রেণির একজন কর্মচারী একটি অভিযোগ করেছেন। তবে অন্য কেউ এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করেনি।
Comments
Post a Comment