sayeed

চোরাই ইজিবাইকসহ ১ চোর আটক


প্রাণের খুলনা রিপোর্ট

নগরীতে চোরাই ইজিবাইকসহ ১ সক্রিয় চোর সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনগত রাতে আড়ংঘাটার পূর্ববিল পাবলা সংলগ্ন গ্রিন সিটি এলাকা থেকে মোঃ আকমান মোল্লা নামে ১ ইজিবাইক চোরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তার কাছ থেকে চোরাইকৃত ১টি ইজিবাইক উদ্ধার করা হয়।


আটককৃত ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ আকমান মোল্লা আড়ংঘাটা থানার পূর্ববিল পাবলার মোদাচ্ছের মোল্লার পুত্র।


কেএমপি সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনগত গভীর রাতে আড়ংঘাটা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ব বিল পাবলা সংলগ্ন গ্রিন সিটি এলাকা থেকে মোঃ আকমান মোল্লা(২৬) নামে এক ইজিবাইক চোর চক্রের সদস্যকে আটক করে। এ সময় তার হেফাজত হতে চুরি হয়ে যাওয়া ১ টি ইজিবাইক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ