sayeed

গবেষণার তথ্য নকল করেন কুয়েট ভিসি

প্রাণের খুলনা ডেস্ক

কুয়েট শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। তিনি ২০০৪ সালে মিতসুবিশি মোটরসের টেকনিক্যাল রিভিউতে প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধের প্রায় শতভাগ নকল করে নিজের নামে অন্য দুটি জার্নালে প্রকাশ করেন। 

গবেষণাপত্রের বিষয়বস্তু, ফলাফলসহ সবই প্রায় শতভাগ মিল ছিল। এই অভিযোগে  ২০১৭ সালের এই অধ্যাপক মাছুদসহ তিন শিক্ষকের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

তাঁর বার্ষিক বেতন বৃদ্ধি তিন বছরের জন্য এবং পাঁচ বছরের জন্য উচ্চতর স্কেল স্থগিত করা হয়। তিনি এখন ৩৭ ছাত্রকে বহিষ্কার করেছেন। কুয়েটে হামলা করলো বহিরাগত যুবদল নেতা। 

হামলাকারীদের হাতে ছিক ধরালো অস্ত্র, মুখে গামছা পেঁচানো এবং হাতে ধারালো রামদা, হাতে ধারালো চাইনিজ কুড়াল।

এখন যে ছাত্ররা কোপ সন্ত্রাসীদের কোপ খেয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, তাদেরই কুয়েট প্রশাসন বহিষ্কার করছে। ইন্টেরিম এটা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার লড়াই। এই লড়াইয়ে হারবেন না, মাঠ ছাড়বেন না। ইনসাফ প্রতিষ্ঠা করুন।


আরজুর লেখা থেকে নেয়া

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ