sayeed

কেসিসির নিম্নমান সহকারী রবিউল সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলা দায়ের

প্রাণের খুলনা রিপোর্ট

খুলনা সিটি কর্পােরেশন (কেসিসি) এর কর আদায় শাখার নিম্নমান সহকারী রবিউল আলমকে সাময়িক বরখাস্ত করেছে কেসিসি প্রশাসন। কেসিসি এর সচিব শরীফ আসিফ রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। 


গ্রেফতারকৃত রবিউল খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া গ্রামের খােরশেদ আলমের ছেলে।


বর্তমানে তিনি কেসিসি এর যানবাহন শাখার লাইসেন্স অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ৫ আগস্টের পর তাকে কর আদায় শাখায় বদলী করা হয়। 


খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেয়ার অভিযোগে সোমবার (২১ এপ্রিল) দুপুরে নগর ভবনের কর আদায় শাখা থেকে তাকে গ্রেফতার করা হয়।


সচিব শরীফ আসিফ রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয় যে, কেসিসির কর্মকর্তা ও কর্মচারী চাকরি বিধিমালা ১৯৯৩ এর ৩৭(২) অনুসারে কেউ সরাসরি রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ বা রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী কোনাে কার্যকলাপে জড়িত থাকতে পারবে না। চাকরি বিধিমালা লংঘন করায়  ৪৪(৪) বিধি অনুসারে তাকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ