sayeed

আজ জীবন্ত কিংবদন্তী সাংবা‌দিক ম‌নিরুল হুদার জানাযা ও দাফন

প্রাণের খুলনা রিপোর্ট

খুলনা পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রথিতযশা কর আইনজীবী, অবিভক্ত খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি পত্রিকার প্রধান সম্পাদক মনিরুল হুদা (৮৮) এর ২য় জানাযা ও দাফন আজ শনিবার (১২ এপ্রিল) বাদ যোহর অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল শুক্রবার (১১ এপ্রিল) সকালে তিনি ঢাকায় ইন্তেকাল করেন। ঢাকা বাইতুল মোকাররম মসজিদে জুম্মার নামাজের পর তার ১ম জানাযা অনুষ্ঠিত হয়।



নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ শনিবার (১২ এপ্রিল) নিহতের মরদেহ খুলনায় আনা হবে। বাদ জোহর খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের ২য় জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে টুটপাড়া কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।


সাংবাদিক মনিরুল হুদার মরদেহ দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাব চত্বরে আনা হবে। সেখানে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ