খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার বলেন, মাদকমুক্ত থেকে শিক্ষার্থীদের সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের জাতির ভবিষ্যৎ কর্ণধার হিসেবে উল্লেখ করে বলেন, তাদেরকে মাদকাসক্তি ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করতে হবে।
কেসিসি প্রশাসক বাল্যবিবাহের ক্ষতিকর দিকসমূহ তুলে ধরে আরো বলেন, একটি মেয়ের শিক্ষা জীবনের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় বাল্যবিবাহ। অপরিণামদর্শী কিছু অভিভাবক নিজ সন্তানের জীবনকে বাল্যবিবাহের মাধ্যমে অনিশ্চয়তার দিকে ঠেলে দেন যা কোনভাবেই কাম্য নয়। বাল্যবিবাহের বিষয়ে তিনি অভিভাবকদের আরো দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহবান জানান।
স্কুলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রোজিনা আক্তারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত বিভাগীয় পরিচালক মো: আহসানুর রহমান এবং সম্মানিত অতিথির বক্তৃতা করেন ইউনিসেফের চাইল্ড প্রটেকশন অফিসার মুমিনুন্নেছা শিখা। বিশেষ অতিথির বক্তৃতা করেন কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিজানুর রহমান, ডাচ বাংলা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো: আলমগীর হুমায়ূন, আইনজীবী শেখ জাকিরুল ইসলাম, সমাজসেবক রাকিবুজ্জামান সরদার ও খুলনা শিশু ফোরামের সদস্য সামিয়া জান্নাত সাহারা। স্বাগত বক্তৃতা করেন আয়োজক কমিটির আহবায়ক এ্যাড. শেখ অলিউল ইসলাম। নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment