খুলনার পূর্ব বানিয়াখামা লোহার গেটে বুধবার (২৩ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে বিদ্যুতের খুটিতে আগুন লাগে। প্রায় ৫০ মিনিট পর ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ঘটনাস্থল থেকে জানা যায়, বুধবার (২৩ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা দেখতে পায় লোহার গেটে অবস্থিত বিদ্যুতের খুটিতে সট সার্কটের মাধ্যমে ফায়ার হতে থাকে। এর কিছুক্ষণের মধ্যেই ফায়ার খুটিতে আস্তানাগড়া ইন্টারনেট সংযোগের তারের জঞ্জালে ছড়িয়ে পড়লে দাউ-দাউ করে জ্বলে ওঠে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নেভাতে ব্যর্থ হয়। সাথে-সাথে বিদ্যুৎ, ইন্টারনেট সংযোগ বিহীন হয়ে পরে পুরো এলাকা।
প্রায় ৪৮ মিনিট পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগে ইন্টারনেট সংযোগের তারের জন্জ্ঞাল পুরে রাস্তার উপর ছিড়ে পরে। যার ফলে রাস্তা দিয়ে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা অভিযোগের সুরে বলেন, এই ইন্টারনেট সংযোগের তার যেভাবে বিদ্যুতের খুটিতে স্থাপন করা হয় যার জন্য আজ আগুনের এই লেলিহান শিখা দেখলো এলাকাবাসী। এর আগেও বেশ কয়েকবার আগুনের ঘটনা ঘটেছে বিভিন্ন খুটিতে। অনেক জায়গার বিদ্যুতের খুটি এই ইন্টারনেট সংযোগকারীদের তারের ভারে বেঁকে পর্যন্ত গেছে। এর একটা সু-নির্দিষ্ট নীতিমালা প্রয়োজন। না হলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটনার শঙ্কা আছে।
Comments
Post a Comment