প্রাণের খুলনা রিপোর্ট
নগরীতে পরিবেশের সুরক্ষায় বিভিন্ন দাবি নিয়ে পরিবেশ মঞ্চের এক র।্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে খুলনার "পরিবেশ সুরক্ষা মঞ্চ" “জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি)” এর সহায়তায় নগরীতে জনসচেতনতা মূলক এক র্যালির আয়োজন করে।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত সভায় বক্তাগণ বলেন, বিশ্ব জীববৈচিত্রের সুন্দরবন রক্ষায় রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবি জানান। “রিনিউয়েবল এনার্জি ফেষ্ট-২০২৫ শিরনামে” দেশে বিভিন্ন জেলায় পরিবেশবাদী সংগঠন সমূহ একযোগে এ অনুষ্ঠান পালন করেন।
উদ্ভাবনে শক্তি, ভবিষ্যতের সম্ভাবনা। শুধু ডিজেল, কয়লা নয়, পরিবেশ বান্ধব রিনিউয়েবল এনার্জি ব্যবহার করে বিদ্যুত উৎপাদন এখন সময়ের চাহিদা মাত্র। বিশ্বের সকল উন্নত দেশগুলো এখন ডিজেল, কয়লার ব্যবহার কমিয়ে সোলার প্যানেলের ব্যবহার বৃদ্ধি করছে। বাংলাদেশেও সোলার যন্ত্র সামগ্রীর আমদানি ব্যায় কমিয়ে স্বল্প খরচে সৌরবিদ্যুত উৎপাদনকে জনপ্রিয় করে তুলতে গবেষক এবং পরিবেশবিদগণ কাজ করছেন।
Comments
Post a Comment