sayeed

এসএসসি পরীক্ষার প্রথম দিনে যশোর বোর্ডে অনুপস্থিত ১৮০০, বহিস্কৃত ১


যশোর প্রতিনিধি  :

বৃহস্পতিবার থেকে যশোর বোর্ডসহ সব শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে যশোর বোর্ডের ২৯৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। প্রথম দিন ছিল বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষা। 


এ দিন সাতক্ষীরা জেলার খলিশখালি একজন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বোর্ডে এ দিনের বিষয়ের পরীক্ষার্থী ছিল এক লাখ ৩৩ হাজার ৩৭৯ জন। এদিন বাংলা পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ছিল ১৮০০ জন। গতবারের চেয়ে অনুপস্থিতির হার বেশি।

    ছবিটি খুলনা পাবলিক কলেজ কেন্দ্র থেকে তোলা

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুুল মতিনের দপ্তর সূত্রে জানাগছে, বৃহস্পতিবারেরর পরীক্ষায় অংশগ্রহণ করেছে একলাখ ৩১ হাজার ৫৭৯জন। সে হিসেবে প্রথম দিনেই অনুপস্থিত ১৮ শত শিক্ষার্থী। অনুপস্থিতির হার ১ দশমিক ৩৫ শতাংশ। ২০২৪ সালে এই হার ছিল ০ দশমিক ৭৭ শতাংশ। 


এছাড়া অসুদোপায় অবলম্বনের দায়ে সাতক্ষীরা জেলার খলিষখালিতে (খলিষখালী-৩৯৫/৭৮৫৪৮২) একজনকে বহিস্কৃত করা হয়। বোর্ডের আওতার ১০ জেলার মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল মেহেরপুর জেলায়। সেখানে অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ৮৩ শতাংশ। 

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ