আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেয়ায় খুলনা সিটি কর্পােরেশনের (কেসিসি) লাইসেন্স অফিসার রবিউল আলম রবিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) দুপুরে নগর ভবনের কয় আদায় শাখা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিছিলের ভিডিও ফুটেজ দেখে শনাক্তের পর তাকে
গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গতকাল রোববার (২০ এপ্রিল) ভােরে নগরীর জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের জেলা শাখা এক ঝটিকা মিছিল করে। মিছিলের ভিডিও ফুটেজ দেখে অংশগ্রহনকারীদের শনাক্তের চেষ্টা চলছে। ভিডিও-তে দেখা যায় সিটি কর্পোরেশনের স্টিকার লাগানো মোটরসাইকেলে করে মিছিলে অংশ নেন তিনি। অবশ্য মুখে মাস্ক পরা ছিল। তিনি সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের খুব আস্থাভাজন ছিল বলেও পুলিশ জানায়।
Comments
Post a Comment