খুলনায় ডিবি পরিচয়ে ডাকাতির সময় জনতার হাতে ৪ ডাকাত আটক হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৯টার সময় নগরীর সোনাডাঙ্গা থানার আন্দিরঘাট এলাকায় ঘটনাটি ঘটে।
তাৎক্ষণিক ঘটনাস্থলে সোনাডাঙ্গা থানা পুলিশ উপস্থিত হয়ে আটককৃত ৪ ডাকাতকে পুলিশ হেফাজতে নিয়েছে। ঘটনাস্হলে এডিসি দক্ষিণ যৌথবাহিনীসহ উপস্থিত আছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।
আটককৃত ডাকাতরা হলো নগরীর সোনাডাঙ্গা থানার শেরে বাংলা রোড আমতলার ইউসুফের পুত্র রাফিল (৩০), সদর থানার টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার কামরুল ইসলামের পুত্র সালাউদ্দিন (২৮), একই থানার বাগমারা এলাকার আঃ হামিদের পুত্র মাসুদ (৩২) এবং নিরালা মাসুমের বাড়ির ভাড়াটিয়া সামাদের পুত্র আসলাম (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৯টার সময় মহানগরের সোনাডাঙ্গা থানার আন্দির ঘাটস্থ পুলিশ ইন্সপেক্টর (অবঃ) মোহাম্মদ মাহফুজের বাড়ির ভাড়াটিয়া সাতক্ষীরা আশাশুনির মোবারক ঢালির পুত্র মোঃ সুমন (৩১) এর বাসায় ডিবি পরিচয় দিয়ে ৪ জন প্রবেশ করে। এরপর বাড়ির লোকদেরকে জিম্মি করে কিছু স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে অতিরিক্ত টাকার দাবি করে বাড়ির লোকদের মারপিট শুরু করলে তাদের চিৎকারে এলাকার লোকজন এসে রাফিল, সালাউদ্দিন, মাসুদ ও আসলাম নামক ৪ জনকে আটক করতে সক্ষম হয়।
এরপর তারা সোনাডাঙ্গা থানার পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে সোনাডাঙ্গা থানা পুলিশ উপস্থিত হয়ে আটককৃত আসামিদের পুলিশ হেফাজতে নিয়েছে। ঘটনাস্হলে কেএমপির এডিসি দক্ষিণ যৌথবাহিনীসহ উপস্থিত আছেন। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
Comments
Post a Comment