সাতক্ষীরায় বাড়ীর সিলিং ফ্যানের ভিতর লুকিয়ে রাখা ২শ' পিস ইয়াবাসহ শাহানারা খাতুন (৪৫) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার স্বামী কৌশলে পালিয়ে যায়।
আটক শাহানারা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের হারুনার রশীর ওরফে হারুনের স্ত্রী। হারুন ঝাউডাঙ্গা ইউনিয়নের ২নং ওর্য়াড বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নিজ বাড়িতে মাদক কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘরের সিলিং ফ্যান ও টেবিলের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২শ' পিস ইয়াবাসহ শাহানারা খাতুনকে হাতে-নাতে আটক করা হয়। আটককৃত নারীকে মাদক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেন, হারুনার রশিদ ওরফে হারুন ঝাউডাঙ্গা ইউনিয়নের ২নং ওর্য়াড বিএনপির সভাপতি ছিলেন। বর্তমানে ইউনিয়নে কোন কমিটি নেই। জেলায় বিএনপির সব কমিটি ভেঙে দেওয়া হয়েছে।
Comments
Post a Comment