বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা কমিটি স্বাস্থ্য সেল গঠন করেছে। দলের সার্বিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যেই এই স্বাস্থ্য সেল গঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির পেজে কমিটির প্যাডের মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
পেজে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা কমিটির আহবায়ক তাসনিম আহমেদ ও সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি স্বাক্ষরিত জেলা কমিটির প্যাডে বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্বাস্থ্য সেল গঠন করার বিষয়টি প্রকাশ করা হয়েছে।
যেখানে লেখা ছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনা জেলার সার্বিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে স্বাস্থ্য সেল গঠন করা হয়েছে।
নবগঠিত স্বাস্থ্য সেলের দায়িত্বপ্রাপ্তরা হলেন, মো: জোবায়ের ইসলাম, রাদিয়া ইসলাম, বুখারী সিকদার, আফসানা, তামিম হাসান লিয়ন, কামরুল, আশিক বিল্লাহ, হিমেল হাওলাদারা ও হাসান ইমতিয়াজ।
Comments
Post a Comment