প্রাণের খুলনা প্রতিবেদক :
খুলনায় ১ কেজি গাজাসহ ১ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। খুলনা মেট্টোপলিটন পুলিশের লবণচরা থানা পুলিশ গতকাল রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্বরোড মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই মাদক বিক্রেতাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
লবণচরা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত বিক্রেতার নাম কামরুল হাসান তুষার (২০)। সে ময়মনসিংহের মুক্তাগাছা থানার ২নং ওয়ার্ডের মানকোন ইউনিয়নের হাতপাখিয়া গ্রামের বাসিন্দা মো: জামাল উদ্দিনের পুত্র। সে একজন পেশাদার মাদক কারবারি। এ ব্যাপারে আরো খোজ-খবর নেয়া হচ্ছে। আজ সোমবার (৭ মার্চ) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Comments
Post a Comment