সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে গোলাগুলির কবলে পড়ে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে সুন্দরবনের এক এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় জাহিদ হাসান (২৬) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তিনি কাঁকড়া ধরার কাজে সেখানে গিয়েছিলেন।
গুলিবিদ্ধ অবস্থায় আজ শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৭টায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার দুই পায়েই গুলি লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
জাহিদ হাসান খুলনার দাকোপ উপজেলার দাকোপ এলাকার বাসিন্দা। তার পিতার নাম আইয়ুব আলী।
Comments
Post a Comment