sayeed

বিভিন্ন সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ

 কুয়েট শিক্ষার্থীদের সাথে একাত্মতা 



খুলনা প্রতিনিধি

১ দফা (ভিসির পদত্যাগের) দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)’র  অনশনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে বিভিন্ন সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।


নগরীর শিববাড়ি মোড়ে দুপুর ১২টায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে খুলনা নাগরিক সংগঠন, খুলনা বিশ্ববিদ্যালয় ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচীর আয়োজন করেন।

একই সময়ে কুয়েট ভিসির পদত্যাগ ও শিক্ষার্থীদের এক দফা সমর্থনে সকাল ১০টায় নগরীর শিববাড়ি মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে দ্যা রেড জুলাই নামের একটি সংগঠন।


এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে আজ বুধবার (২৩ এপ্রিল) খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। 


অপরদিকে কুয়েট ভিসির পদত্যাগ ও শিক্ষার্থীদের এক দফা সমর্থনে দুপুর ২টায় নগরীর জিরোপয়েন্ট বিক্ষোভ সমাবেশ ব্লকেড কর্মসূচি দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) দিনগত রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফেসবুক পেজগুলোতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ