sayeed

ভারতে পাচারকালে নারী-শিশুসহ ১২ জন আটক



প্রাণের খুলনা ডেস্ক

সাতক্ষীরার নীলডুমুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নারী-শিশুসহ ১২ জনকে আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর বিজিবি'র রিভারাইন বর্ডার গার্ড (আরবিজি) কোম্পানীর সদস্যরা তাদের আটক করে। 


নীলডুমুর বিজিবির অধিনায়ক লে কর্নেল সৈয়দ মোঃ আব্দুর রউপ বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির রিভারাইন বর্ডার গার্ড (আরবিজি) কোম্পানীর অধীনস্থ কৈখালী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুবক্কার সিদ্দিকীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী (বিওপি হতে ৪ কিঃ মিঃ দক্ষিণে এবং শুন্যলাইন হতে ৮০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে) বকচর নামক এলাকায় একটি বিশেষ অপারেশন পরিচালনা করা হয়।

এসময়  বাংলাদেশ হতে ভারতে পাচারের সময় নারী ও শিশুসহ ৬ জন বাংলাদেশী নাগরিককে ১টি ল্যাপটপ, ৪টি মোবাইল ও নগদ ৫০০ ভারতীয় রুপি ও বাংলাদেশী ২৪০ টাকাসহ আটক করা হয়। 


আটককৃতরা হলো- বাগেরহাট মোংলার হলদে বুনিয়াথানার দক্ষিণ মাল গাজী গ্রামের ইব্রাহিম সিকদারের স্ত্রী নুর নাহার (৪০), একই থানার দক্ষিণ মাল গাজী গ্রামের ইব্রাহিম সিকদারের পুত্র মোঃ রাজ সিকদার (১৪), রহিদুরের কন্যা সোহানা (৭), ইব্রাহিম সিকদারের মেয়ে ইশা মনি (৩), নাটোর জেলার লালপুর থানার গোপালপুর পোস্টের বাহাদিপুর গ্রামের মৃত আঃ সাত্তারের পুত্র মোঃ শামীম আহমেদ (৪০) এবং নাটোর লালপুর থানার আজগোরা গ্রামের চিত্তরঞ্জন মল্লিকের মেয়ে নীলা মল্লিক (৩২)।


এর আগে গত সোমবার (২১ এপ্রিল) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর অধিনস্থ বয়েসিং ভাসমান বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ নিজামুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী (বিওপি হতে ৩ কিঃ মিঃ পশ্চিম দিকে এবং শুন্যলাইন হতে ৮০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে) বকচর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময়  বাংলাদেশ হতে ভারতে পাচারের সময় ৬ বাংলাদেশী নাগরিককে ০৪টি মোবাইল এবং নগদ ৪ হাজার ভারতীয় রুপিসহ আটক করা হয়। 


আটককৃতরা হলো- খুলনা কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গা গ্রামের রাজিব সরকারের পুত্র শ্রী অনুপম সরকার (২৮), অনুপম সরকারের স্ত্রী পিংকী বৈরাগী (২৬), অনুপম সরকারের পুত্র দেবরাজ সরকার (৮), খুলনা পাইকগাছা উপজেলার খড়িয়া বাসাখালী গ্রামের পনেন্দু সানার পনেন্দু সানার পুত্র শচীন সানা (১৮), টাংগাইল নাগরপুর থানার সরিষাখালী গ্রামের মোঃ রহিম উদ্দিন মিয়ার কন্যা রুমি (১৮) এবং পিরোজপুর মঠবাড়িয়া থানার জরিপের চর গ্রামের খলিলুর রহমানের মেয়ে মোছাঃ সুইটি ইসলাম (২২)।


উল্লেখ্য, বাংলাদেশ হতে ভারতে পাচারকালে মানব পাচারকারী দলের সদস্য সাতক্ষীরা শ্যামনগর থানার শৈলখালী গ্রামের জাহার আলীর পুত্র মোঃ মামুন (৩২) এবং নুর আমিনের পুত্র মোঃ আইজুল (৩৮) পলাতক রয়েছে। আটককৃত সদস্যরা জানায় বর্ণিত মানব পাচারকারীগণ বিভিন্ন সময়ে তাদের সহিত মোবাইল ফোনে যোগাযোগ করে ভাল চাকুরী দেওয়ার পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে তাদের নিজ এলাকা থেকে নিয়ে এসে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পাচারের চেষ্টা করে।


আটককৃতদেরকে শ্যামনগর থানায় হস্তাস্তর এবং পলাতক মানব পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ