sayeed

রাস্তার কাজ সমাপ্ত, ডেঙ্গু নির্মূলের পদক্ষেপ, ইজিবাইক নিয়ন্ত্রণ ও গল্লামারি ব্রীজের কাজ সম্পন্নের দাবি খুলনা বিএনপির

প্রাণের খুলনা ডেস্ক

বর্ষার মৌসুমের আগে নগরীর বিভিন্ন এলাকার অসমাপ্ত রাস্তার কাজ সমাপ্ত, ডেঙ্গু নির্মূলে আগেভাগে কার্যকর পদক্ষেপ গ্রহন, অবৈধ ইজিবাইক প্রবেশ বন্ধ ও দ্রুত সময়ের মধ্যে গল্লামারি ব্রীজের কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ।


রবিবার (২৭ এপ্রিল) প্রদত্ত বিবৃতি বিএনপি নেতৃবৃন্দ আরো বলেন, সংশ্লিষ্টদের উদাসিনতায় খুলনা মহানগরীতে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিক্সার ছড়াছড়ি চলছে। নিয়ন্ত্রণহীনভাবে এসব বাহন চলাচলের কারণে রাস্তায় বিশৃঙ্খল আবস্থা ও মোড়ে-মোড়ে মারাত্মক যানজট সৃষ্টি হচ্ছে। বেপরোয়া চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।


বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিটি করপোরেশনের জবাবদিহিতা না থাকার কারণে নগরীর অধিকাংশ সড়কে ঢুকলেই মনে হয় অচেনা পরিবেশ। ওয়াসার খোড়াখুড়ির কারণে সড়কগুলোতে চলাচলা এক ধরনের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়া ওয়াসার পয়োনিষ্কাশন লাইনের বড়-বড় লোহার ঢাকনা উঁচু হয়ে বিপদ আরও বাড়িয়েছে। বেহাল সড়কের কারণে অধিকাংশ সময় যানজট লেগেই থাকে।


এছাড়া বর্ষা মৌসুমের আগেই প্রাণঘাতী ডেঙ্গু নির্মূলে সিটি কর্পোরেশনকে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে বলেছেন, বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে বলা যায়, বর্ষা মৌসুমের শুরুতে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। অথচ মশক নিধনে খুলনা সিটি কর্পোরেশনের কর্মতৎপরতা নগরবাসীকে রীতিমতো হতাশ করেছে। ফগার মেশিন দিয়ে সৃষ্ট ধোঁয়ার কুন্ডলীর ভেতরেই শত-শত মশার জীবন্ত ওড়াওড়ি প্রমাণ করে দেয়, কেসিসির ছিটানো এই স্প্রে মশক নিধনে কেবল অকার্যকরই নয়, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সততার ভয়াবহ ঘাটতিরও পরিচায়ক।


ময়ূর নদের ওপর সেতুটিতে ত্রুটি ও নতুন সেতু নির্মাণে ধীরগতিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় দ্রুত ব্রিজ নির্মাণকাজ সম্পন্ন ও নির্মাণকাজে ত্রুটির সঙ্গে জড়িতদের বিচার দাবি করে বলেছেন, অবিলম্বে নগরীর সড়কগুলো মেরামত, ডেঙ্গু নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহন, ইজিবাইক নিয়ন্ত্রন ও গল্লামারী সেতুর কাজ দ্রুত সম্পন্নের দাবি জানিয়েছেন।


বিবৃতিদাতারা হলেন জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক এড. মোমরেজুল ইসলাম প্রমূখ।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ