প্রাণের খুলনা ডেস্ক
তদন্ত কমিটির ওপর আস্থা রেখে অনশন কর্মসূচি প্রত্যাহার করতে কুয়েট শিক্ষার্থীদের অনুরোধ করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার। কিন্তু ভিসির পদত্যাগ ছাড়া কর্মসূচি প্রত্যাহার করবে না বলে জানায় শিক্ষার্থীরা। সেই সাথে শ্লােগান দিতে-দিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।
সকাল পৌণে ১০টার দিকে শিক্ষা উপদেষ্টা কুয়েটে যান। এরপর তিনি শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসে তাদের কথা মনোযোগ সহকারে শুনে আইনের ওপর তাদের আস্থা রেখে অনশন ভাঙতে অনুরোধ করেন।
উপদেষ্টা বলেন, তদন্ত কমিটি করা হয়েছে। তারা খুব শীঘ্রই প্রতিবেদন জমা দিবেন। সেই অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের বিচারের আওতায় আনা হবে। তিনি অসুস্থ্য শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে বলেন।
এ সময় বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার এবং জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
তবে শিক্ষার্থীরা উপদেষ্টার আশ্বাসে আশ্বস্ত না হয়ে ভিসির পদত্যাগ ছাড়া তাদের আন্দোল চালিয়ে যাবে বলে জানায়।
Comments
Post a Comment