খুলনা নগরীতে গত বুধবার (২৩ এপ্রিল) ও তার পূর্ববর্তী ২৪ ঘন্টায় ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া মাদক বিক্রেতারা হলেন বরগুনা সদরের পূর্ব কেওড়া বুনিয়া গ্রামের মোঃ আলম পালোয়ানের পুত্র ইমন পালোয়ান, খুলনা সদর থানার টুটপাড়া জোড়াকল বাজার এলাকার বাদশা মোল্ল্যার ছেলে সাকিব মোল্ল্যা এবং সোনাডাঙ্গা মডেল থানার দেবেন বাবু রোডের ফেরীঘাট এলাকার মোঃ লায়েকের ছেলে আল আমিন।
কেএমপি সূত্রে জানা যায়, আড়ংঘাটা থানা পুলিশ গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) দিনগত রাতে আড়ংঘাটা বাজার থেকে ইমন পালোয়ান (৩১) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে খুলনা সদর থানা পুলিশ গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) দিনগত সন্ধ্যায় পশ্চিম টুটপাড়া এলাকা থেকে সাকিব মোল্ল্যা (২০) এবং আল আমিন (১৯) নামে মাদক বিক্রেতাদের ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানায় পুলিশ।
Comments
Post a Comment