যশোর প্রতিনিধি :
যশোরে চৌগাছায় সড়ক দুর্ঘটনায় ইভা খাতুন (৫) নামে এক শিশু কন্যা নিহত ও তার পিতা মাতা ও মামা আহত হয়েছে।বুধবার সন্ধ্যায় চৌগাছা শার্শা শড়কের ঝিকরগাছা উপজেলার কাশিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ইভা চৌগাছা উপজেলার নারায়ণ পুর ইউনিয়নের বুন্দলিতলা গ্রামের ইব্রাহিম ওরফে জসিম উদ্দিনের মেয়ে।
ইব্রাহিমের স্বজনরা জানিয়েছেন, ইব্রাহিম বেনাপোল শ্বশুর বাড়ি থেকে ইভার মামার ইজিবাইকে চৌগাছায় ফিরছিলেন। তারা ঝিকরগাছার কাশিপুর বাজারে পৌছালে একটি সাপ ইজিবাইকের চালকের পা জড়িয়ে ধরে। ইব্রাহিম সাপটি লাথি মেরে ফেলে দিতে গেলে চালকের হাতে ধাক্কা লাগে। এ সময় ইব্রাহিমের কোলে থাকা শিশু কন্যা ইভাসহ ইজিবাইক উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় ইব্রাহিম, ইব্রাহিমের স্ত্রী ও ইজিবাইকের চালক গুরতর আহত হয়।
অপরদিকে সন্ধ্যায় কোটচাঁদপুর-কালিগঞ্জ সড়কের এলাঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে। রিপন হোসেন উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাঁদবিলা গ্রামের লুকমান হোসেনের ছেলে বলে জানা গেছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রিপন হোসেন পারিবারিক কাজে মোটরসাইকেলযোগে কোটচাঁদপুর বাজারে যাচ্ছিলেন। তিনি কোটচাঁদপুর এলাঙ্গি এলাকায় পৌঁছালে বিপরিতগামী একটি আলমসাধু তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় তিনি গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোটচাঁদপুর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Comments
Post a Comment