sayeed

থানার পাশেই ডাকাতি করে স্বর্ণালংকারসহ ১৩ লাখ টাকার মালামাল লুট

প্রাণের খুলনা রিপোর্ট

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার থানার পাশেই একটি বাড়িতে ডাকাতি হয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) ভোর ৫ টার দিকে থানা সংলগ্ন কিসমত ফুলতলা সিলিন্দামারী গ্রামের মোদাচ্ছের হোসেনের বাড়িতে এ ডাকাতি সংগঠিত হয়। 


ফজরের নামাজ আদায়ের জন্য ওযু করতে দরজা খুলতে গেলে বাইরে দাড়িয়ে থাকা ১০/১২ জন লোক ধাক্কা দিয়ে প্রবেশ করে মোদাচ্ছেরের গলায় ধারালো অস্ত্র ধরে এ ডাকাতি সংঘটিত করে।


ডাকাতরা নগদ ৮২ হাজার টাকা, ৮-১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা এলাকার বাসিন্দা মোদাচ্ছের হোসেন ফজরের নামাজ আদায়ের জন্য ওযু করতে ঘুম থেকে উঠেন। এ সময়ে তিনি ঘরের দরজা খুলতে গেলে বাইরে দাড়িয়ে থাকা ১০/১২ জন লোক দরজা ধাক্কা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। তখন ওই দুস্কৃতিকারীরা মোদাচ্ছেরের গলায় ধারালো অস্ত্র ধরে তাকে দোতলায় নিয়ে যায়। কলিং বেল বাজানোর পর মোদাচ্ছের শেখের ছেলে শা
মীম আল মামুন দরজা খুলে দিলে ওই দুস্কৃতিকারীরা পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমীরা থেকে ১০/১২ ভরি ওজনের স্বর্ণের অলংকার, নগদ ৮২ হাজার টাকা, দু’টি মোবাইল ফোন এবং আলমারিতে থাকা কাপড়-চোপড় লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১২-১৩ লাখ টাকা। সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


মো: মোদাচ্ছের আলী জানান, ফজরের আযান দিলে তিনি নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময়ে কয়েকজন লোক দরজা ধাক্কা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ছেলের ঘরের ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে পালিয়ে যায়। সকালে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।


বটিয়াঘাটা থানার অফিসার ইনিচার্জ মো: মনিরুল ইসলাম বলেন, ডাকাতির হওয়ার ঘটনা শোনার পরপরই পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা মৌখিকভাবে থানায় বিষয়টি জানিয়েছেন। পুলিশের মোবাইল টিম লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য কাজ শুরু করছে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ