প্রাণের খুলনা রিপোর্ট
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে খালিশপুর থানার বয়রা খ্রিস্টানপাড়া এলাকার বাসিন্দা বোরহানউদ্দিনের মেয়ে প্রেমিকা বৃষ্টির সাথে তার এলাকায় দেখা করতে আসে রূপসার মিল্কি দেয়াড়া গ্রামের আসলাম শেখের পুত্র প্রেমিক মোঃ রিপন (২৬)। সেখানে আগে থেকেই ওঁত পেতে ছিল বৃষ্টির অপর আরেক প্রেমিক বাগেরহাট কাটাখালির শের আলীর পুত্র হৃদয় (২৫)। দুই প্রেমিক মুখোমুখি হওয়ায় বৃষ্টি নামক মেয়েটিকে কেন্দ্র করে রিপন ও হৃদয়ের মধ্যে প্রেমের সম্পর্ক জনিত বিষয় নিয়ে কথা কাটাকাটি ও বাক-বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে পূর্বের শত্রুতার জেরে হৃদয় ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে রিপনের বাম বগল, বাম হাতের আঙুল ও বুকের মাঝখানে আঘাত করে গুরুতর জখম করে এবং তাৎক্ষণিকভাবে স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরবর্তীতে বৃষ্টি আহত রিপনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং রাত সোয়া ১০টায় তাকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। আহতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক পৌণে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন। এরপর রিপনের স্বজনরা বেসরকারি অ্যাম্বুলেন্সে করে রাত সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
Comments
Post a Comment