খুলনার জিরোপয়েন্ট ব্লকেড করেছে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। কুয়েটের শিক্ষার্থীদের এক দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে খুবি শিক্ষার্থীরা এই ব্লকেড করে। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ৩ টায় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে তারা জিরো পয়েন্ট মোড় অবরোধ করেন।
খুলনা-সাতক্ষীরা ও খুলনা-বাগেরহাট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের অনুরোধ ও তীব্র গরমে সাধারণ মানুষের ভোগান্তির কথা ভেবে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে সড়কের একপাশে সমাবেশ করেন।
এ সময় শিক্ষার্থীরা স্লোগানে বলতে থাকে, দফা এক দাবি এক মাসুদের পদত্যাগ, এক-দুই-তিন-চার মাসুদ তুই গদি ছাড়, তুমি কে আমি কে কুয়েটিয়ান কুয়েটিয়ান।
এর আগে কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবির সমর্থনে আজ বুধবার সকাল থেকে ক্লাস বর্জন করেন খুবি শিক্ষার্থীরা। ফলে খুবির অধিকাংশ বিভাগে কোনো ক্লাস হয়নি।
Comments
Post a Comment