রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সরকারি বঙ্গবন্ধু কলেজের সন্নিকটে বজ্রপাতের সময় গাছ থেকে পড়ে আরিফুল ইসলাম (২৯) নামে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। আজ সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় ওয়াজ মাহফিলের মাইক লাগাতে গাছে উঠার পর হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয় আরিফুল। স্থা
নীয়রা আরিফুলকে সাথে-সাথে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। নিহত আরিফুল জাবুসা গ্রামের সাইফুল ইসলামের পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, জাবুসা গ্রামের সাইফুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম (২৯) সোমবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার সময় সরকারি বঙ্গবন্ধু কলেজের সন্নিকটে আসন্ন ওয়াজ মাহফিল উপলক্ষে আয়োজিত প্যান্ডেল তৈরি করার জন্য একটি গাছে উঠে মাইক লাগাতে যায়। এ সময় আকস্মিক বজ্রপাত হলে উক্ত যুবক গাছ থেকে পড়ে যায় এবং মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
Comments
Post a Comment