sayeed

খুবিতে বিশ্ব মেধাসম্পদ দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা


প্রাণের খুলনা ডেস্ক

বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার (আরআইসি)-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। গতকাল রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।


শোভাযাত্রা শেষে প্রধান ফটকের সামনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। 


তিনি বলেন, মেধাসম্পদ অধিকারের মাধ্যমে উদ্ভাবনী কাজের স্বীকৃতি নিশ্চিত করা যায়। মেধাসম্পদ সুরক্ষা ও ব্যবহারে সচেতনতা তৈরি করা সময়ের দাবি। গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে নতুন মেধাসম্পদ সৃষ্টিতে খুলনা বিশ্ববিদ্যালয় সক্রিয় ভূমিকা রেখে চলেছে। শিক্ষার্থীদের মধ্যে মেধাসম্পদের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি এ ধরনের কর্মসূচি আয়োজনের জন্য আইকিউএসি এবং আরআইসি’র সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।


বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, মেধাসম্পদ দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে এবং তাদের উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। 


এ সময় আরও বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। 


অনুষ্ঠান সঞ্চালনা করেন এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলী।


শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ মুরছালিন বিল্লাহ, আরআইসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলাম, আইআইএসএসসিই’র পরিচালক প্রফেসর ড. মোঃ রায়হান আলী, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেনসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ