sayeed

সাবেক আওয়ামী মহিলা লীগ নেত্রী লিভানা গ্রেফতার


প্রাণের খুলনা রিপোর্ট
খুলনা মহানগর মহিলা লীগের সহ-সভাপতি লিভানা পারভীনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার (১১ মে) দুপুর ২টায় নগরীর বি কে মেইন রোডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার স্বামীর নাম আব্দুল জলিল।

লিভানা পারভীন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। নিয়ম লংঘন করে নিজ, জামাইসহ একাধিক স্বজনের নামে ওএমএস ও টিসিবির ডিলারশিপ গ্রহণসহ বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করায় আওয়ামী লীগের নেতাকর্মীরাও তার ওপর ক্ষুব্ধ ছিলেন। 

 তার বিরুদ্ধে ২০২৪ সালে চাদার দাবিতে একটি ফ্যাশন হাউজ ভাঙচুর ও লুটপাটের মামলা আছে। সেই মামলার অভিযোগের প্রেক্ষিতেই নগর ডিবি পুলিশ রবিবার (১১ মে ) দুপুর ২টায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।


খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম জানান, গত বছর ২০২৪ সালের ১৬ জানুয়ারি নগরীর রয়্যাল মোড়ে ‘ফ্যাশান জোন বাই লিন্ডা’ নামের দোকানে চাঁদার দাবিতে ভাংচুর ও লুটপাট চালানো হয়। এই মামলায় লিভানা পারভীনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ