sayeed

রূপসায় মাছের ঘেরে বিষ প্রয়োগে ২৫ লাখ টাকার ক্ষতি


রূপসা প্রতিনিধি

খুলনার রূপসা উপজেলার ঘাটভোগে পূর্ব শত্রুতার জের ধরে বাদশা মোল্লার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।


এ ঘটনায় মৎস্য চাষী বাদশা মোল্লা বাদী হয়ে বৃহস্পতিবার (১ মে) বিকেলে তিন জনের নাম উল্লেখ করে রূপসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার (১ মে) ভোরে পূর্ব শত্রুতার জের ধরে ৬ বিঘা ঘেরের মাছ বিষ প্রয়োগ করে নিধন করা হয়েছে। তিনটি মৎস্য ঘেরে রেনু পোনা, চিংড়ি ও সাদা মাছ ছিল। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে তার। সর্বস্য হারিয়ে মৎস্য চাষী বাদশা মোল্লা এখন অসহায় অবস্থায় দিন যাপন করছে।


রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ