sayeed

খোকসায় গড়াই নদীতে অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকার চায়না দোয়ারী জাল ধ্বংস


খোকসা প্রতিনিধি

মঙ্গলবার (৬ মে) বেলা সাড়ে ১১ টায় কুষ্টিয়ার খোকসা গড়াই নদীতে মাৎস্য অফিসের বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় অর্ধ কোটি টাকার চায়না দোয়ারী অবৈধ জাল উদ্ধার করে মোবাইল কোর্টে ধ্বংস করা হয়।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ হাসানের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন। 


অবৈধ জেলেপল্লীর কয়েকজন জেলের যোগ সাজোসে দীর্ঘদিন যাবত গড়াই নদীতে কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল পেতে গড়াই নদীর জীববৈচিত্র প্রাণীকুল ও মাছ ধরার কাজে লিপ্ত ছিল। 


সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে মৎস্য অফিসার শরিফ হাসান মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন। 


এসময় মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশের একটি টিম উক্ত অভিযানে অংশগ্রহণ করেন। পরে উদ্ধার করা অবৈধ চায়না দোয়ারী জাল ও কারেন্ট জালসহ সবকিছু ওসমানপুর খেয়াঘাটে জনসম্মুখে আগুনে পোড়ানো হয়। 

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ