বাগেরহাটের মোল্লাহাটে এইচএসসি পরীক্ষা কেন্দ্রর ভেন্যু মোল্লাহাট থেকে ফকিরহাট উপজেলায় স্থানান্তরিত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার (১২ মে) দুপুর ১২টায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে।
এ সময় তাদের দাবির স্বপক্ষে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভেন্যু ফিরিয়ে আনার জন্য স্লোগান দিতে থাকে। প্রায় দেড় ঘন্টা মহাসড়ক অবরোধ করায় রাস্তার দু'পাশে শত-শত যাত্রীবাহী বাস ও অন্যান্য পরিবহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। তবে জরুরী সেবা প্রদানকারী পরিবহন, এম্বুলেন্স ও পুলিশের গাড়ি চলাচলের ব্যবস্থা করে দেয় ভিক্ষোভ কারীরা।
শিক্ষার্থীরা বলেন, যুগ-যুগ ধরে মোল্লাহাটে এইচএসসি পরীক্ষা চলে আসছে, এখন কেন এ কেন্দ্রের ভেন্যু অন্য একটি উপজেলায় স্থানান্তরিত করা হবে? মোল্লাহাট থেকে ফকিরহাটের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার, মোল্লাহাটের অনেক ইউনিয়নের পরীক্ষার্থীরা গ্রাম থেকে মোল্লাহাটে আসতে প্রায় এক ঘন্টা সময় লাগে। এরপর মোল্লাহাট থেকে ফকিরহাট যেতে আরও একঘন্টা সময় লাগবে, এতে করে পরীক্ষার্থীদের নানা রকম ভোগান্তির সম্মুখীন হতে হবে। তাই বাগেরহাট জেলা প্রশাসক ও যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নিকট দাবি জানান মোল্লাহাটে পরীক্ষার্থীরা যেন মোল্লাহাটেই পরীক্ষা দিতে পারে।
মহাসড়ক অবরোধের খবর পেয়ে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত ঘটনাস্থলে এসে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপর মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেন। এ সময় উপজেলা বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment