sayeed

ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১ হাজার মাদ্রাসা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক


ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এর মধ্যেই পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এক হাজারেরও বেশি মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর আলজাজিরা।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ তোলে নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে ‘উপযুক্ত জবাবের পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার কথা জানান। পাল্টা প্রতিক্রিয়ায় ইসলামাবাদ হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে এবং ভারতের সম্ভাব্য হামলার বিষয়ে ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ রয়েছে বলে দাবি করে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সতর্ক করে বলেন, ‘আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই হামলার আশঙ্কা রয়েছে।’

এরই পরিপ্রেক্ষিতে ধর্মবিষয়ক দপ্তরের প্রধান হাফিজ নজির আহমদ জানান, কাশ্মীর অঞ্চলের সব মাদ্রাসায় ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন অঞ্চলের বাসিন্দারা বাংকার নির্মাণ শুরু করেছেন।

চাকোঠি এলাকার দোকানি ইফতেখার আহমদ বলেন, ‘আমরা সব সময় আতঙ্কে থাকি, বিশেষ করে সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’

এ ছাড়া প্রধান শহর মুজাফফরাবাদে জরুরি সেবা কর্মীরা শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসা, আগুন নিয়ন্ত্রণ এবং নিরাপদ আশ্রয়ের প্রশিক্ষণ শুরু করেছে।

১১ বছর বয়সী আলি রেজা বলেন, ‘আমরা শিখেছি কীভাবে আহতকে সাহায্য করতে হয়, স্ট্রেচারে বহন করতে হয় এবং আগুন নেভাতে হয়।’

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ