দীর্ঘ প্রায় চার মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী ৫ মে (রবিবার) তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
লন্ডন থেকে ৪ মে রওনা দেবেন তিনি। সঙ্গে থাকছেন তার দুই পুত্রবধূ এবং ব্যক্তিগত চিকিৎসক।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, "চিকিৎসার চূড়ান্ত ধাপ চলছে। আগামী শুক্রবারের (৩ মে) মধ্যেই সব পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। শারীরিক দিক থেকে ম্যাডাম এখন অনেক ভালো আছেন।"
এ সফরে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। তারাও একই ফ্লাইটে দেশে ফিরবেন বলে জানা গেছে।
এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার উদ্দেশে কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে রওনা হন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডনে পৌঁছে তিনি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন। তার বয়স এখন ৭৯ বছর। তিনি লিভার সিরোসিস, হৃদ্রোগ, কিডনি জটিলতাসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন।
দীর্ঘ চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে চিকিৎসকেরা জানিয়েছেন। বিএনপির নেতাকর্মীদের মধ্যে এ খবরে স্বস্তি ফিরে এসেছে। দেশে ফেরার খবরে দলীয়ভাবে তাকে অভ্যর্থনার প্রস্তুতি চলছে বলেও সূত্রে জানা গেছে।
Comments
Post a Comment