পিকে রিপোর্ট
এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সন্মান ১ম বর্ষে ভর্তির জন্য যে পরিমান আবেদন জমা পরেছে তা ছিল ৬৩ দেশের জনসংখ্যার চেয়েও বেশি। হ্যা শুনতে অবাক লাগলেও এমনটি ঘটেছে বাস্তবে।
এবার সারা দেশে অনার্স ১ম বর্ষের আসন সংখ্যা মোট ৪ লাখ ৩৬ হাজার ২শ' ৮৫টি। যার প্রেক্ষিতে পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় সাড়ে ৫ লাখ।
পরীক্ষার্থীদের যা জানা প্রয়োজন :
১০০ মার্কের এমসিকিউ পরীক্ষায় পাস করতে হলে ৩৫ পেতে হবে। এর নিচে পেলে অনার্সে ভর্তি হওয়া যাবে না।
এমসিকিউ, এসএসসি ও এইচএসসি মিলে মোট ২০০ মার্কের মধ্যে যার নাম্বার বেশি হবে, সে তার পছন্দের কলেজে ভর্তি হতে পারবে।
ঈদের পরপরই সম্ভাব্য ১ম মেধা তালিকা প্রকাশ করা হবে। প্রতিটা কলেজের জন্য আলাদাভাবে বিষয় ভিত্তিক মেধা তালিকা পাঠানো হবে।
১ম মেধা তালিকায় যারা চান্স পাবে না, তাদের জন্য ২য় মেধা তালিকা প্রকাশ করে আসন সংখ্যা পূর্ণ করা হবে।
১ম ও ২য় তালিকার পর যে কয়টি আসন খালি থাকবে তার জন্য ১ম ও ২য় স্লিপ রিলিজ দেয়া হবে, যার মাধ্যমে পুনরায় আবেদন করা যাবে।
Comments
Post a Comment