sayeed

জনগণের প্রত্যাশা পূরণে কেএমপির সুধী সমাবেশ


প্রাণের খুলনা রিপোর্ট

জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে গিয়ে পুলিশের প্রতি তাদের প্রত্যাশার কথা শোনার জন্য বিভিন্ন কমিউনিটির সাথে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সুধী সমাবেশের আয়োজন করা হচ্ছে।

গতকাল শনিবার (৩১ মে) বিকালে খানজাহান আলী থানার চিংড়িখালী বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, সহকারি পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মোঃ আবুল বাশার এবং খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন মতবিনিময়কালে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি জনগণের প্রত্যাশার পাশাপাশি নাগরিকদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করেন। উপস্থিত মানুষের প্রত্যাশা শুনে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। পাশাপাশি জনগণকেও আইন মান্যতাসহ পুলিশের আইনী কার্যক্রমে সর্বাত্মক সহায়তা কামনা করা হয়। 

সমাবেশে উপস্থিত ব্যাক্তিদের মধ্যথেকে কয়েকজন তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ