sayeed

খুলনায় সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার


পিকে রিপোর্ট 

খুলনার খালিশপুর থেকে সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (৩১ মে) দিবাগত রাতে খালিশপুর থানা পুলিশ মেগার মোড় ও নিউজপ্রিন্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো মামুন এবং সুমন মোল্লা। তারা ২ জনেই খালিশপুরের বাসিন্দা এবং সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট আসামি।

কেএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, খালিশপুর থানা পুলিশ গত ৩১ মে দিবাগত রাতে মেঘার মোড় এলাকায় অভিযান চালিয়ে জিআর-৪৬২/১৯, খালিশপুর-৭(১২)১৯ মূলে ২ বছর ৩ মাসের সশ্রম করাদন্ড ও ৯০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম করাদন্ডপ্রাপ্ত আসামি সুমন মোল্লা (৩১) কে গ্রেফতার করে। সে লিবার্টি হলের পিছনের এলাকার মৃতঃ হাসমত মোল্লার ছেলে।

অপর দিকে গতকাল শনিবার (৩১ মে) দিবাগত রাতে নিউজপ্রিন্ট মিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিআর-৩৭৩/১৮, খালিশপুর-১৪(৮)১৮ মুলে ৬ মাসের সশ্রম করাদন্ড ও ২০০০ টাকা অর্থদন্ড  অনাদায়ে আরো ৩০ দিনের বিনাশ্রম করাদন্ডপ্রাপ্ত আসামি মামুন (৩৭) কে গ্রেফতার করে। সে নিউজপ্রিন্ট গেট এলাকার আইনুল হকের ছেলে।

গ্রেফতারকৃতদের আজ রবিবার (১ জুন) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ