পিকে ডেস্ক
রবিবার (২২ জুন) সকাল আনুমানিক ৭ টায় কপোতাক্ষ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়।
ঘটনাটি খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া গ্রামের কপোতাক্ষ নদীতে ঘটেছে।
নিহত যুবকের নাম ইদ্রিস গাইন (৪০)। সে দশহালিয়া গ্রামের মো: ইসহাক আলী গাইনের বড় পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ইদ্রিস আলী তাদের বাড়ির পার্শ্ববর্তী কপোতাক্ষ নদীতে হরিণা চিংড়ীর বাচ্চা ধরার জন্য নদীতে জাল ধরছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। তার ৩টি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ মোস্তফা কামাল বলেন, ইদ্রিস আলী নদীতে জাল ধরছিলো হরিণা চিংড়ীর বাচ্চা ধরার জন্য এ সময় হঠাৎ করে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
প্রাণের খুলনা/এম এন এ
Comments
Post a Comment